‘বাহুবলী’ অভিনেতা প্রভাস নাকি বিয়ে করতে চলেছেন নীহারিকা কোনিডেলাকে। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তা সম্পূর্ণ ভুল বলে জানিয়ে দিলেন নীহারিকার কাকা চিরঞ্জীবী। নীহারিকা দক্ষিণ ভারতের অভিনেতা তথা রাজনীতিবিদ চিরঞ্জীবীর ভাই নগেন্দ্র বাবুর মেয়ে।
চিরঞ্জিবী এক লিখিত বিবৃতিতে জানান, নীহারিকা আপাতত ক্যারিয়ার নিয়ে ভাবছেন। এমনটাই চান তাঁর পরিবারের সদস্যরা। এই মুহূর্তে বিয়ের কোনও ভাবনা নেই।
২০১৬ সালে তেলেগু ছবি ‘ওকা মানাসু’ দিয়ে মিডিয়াতে আসেন নীহারিকা। সামনেই মুক্তি পাবে তাঁর ‘হ্যাপি ওয়েডিং’ নামের একটি তেলেগু ছবি। পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও তিনি কাজ করছেন বলে খবর।
অন্য দিকে প্রভাসেরও বিয়ের তোড়জোড় শুরু করেছে তাঁর পরিবার। দিন কয়েক আগেই প্রভাসের কাকা জানিয়েছিলেন, চলতি বছরেই বিয়ে করবেন অভিনেতা। তবে পাত্রী কে, তা এখনও জানা যায়নি।
Read More News
এর আগে অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে প্রভাসের বিশেষ সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। তবে সেই সম্পর্কের কথা দু’জনেই অস্বীকার করেছিলেন।