কারিনা কাপুরের শ্বশুর মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের অন্যতম একজন ক্রিকেটার। তার ছেলে হয়েও সাইফ আলী খান হয়েছেন মা শর্মিলী ঠাকুরের মতো অভিনেতা। আর সাইফ ও কারিনা কাপুর দম্পতির একমাত্র ছেলে তৈমুর খান। যিনি অভিনেতা হবেন, নাকি ক্রিকেটার হবেন তা নিয়ে মিডিয়ায় এখনই চর্চা শুরু!
কারিনার চাওয়া শ্বশুর মনসুর আলি খানের মতোই ভারতীয় দলের একজন ক্রিকেটার হোক তার ছেলে তৈমুর!
Read More News
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কারিনাকে প্রশ্ন করা হয় যে, তিনি তৈমুরের জন্য ঠিক কোন পেশাটা বেছে নিতে চান? জবাবে কারিনা বলেন, আমি আমার ছেলের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দিতে চাই না। আমি চাই সে কি করবে তা নিজে নির্বাচন করুক। তবে আমি চাইবো, তৈমুর একজন ক্রিকেটার হোক।