সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আজকের মতো কর্মসূচীর সমাপ্তি টানলেও আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীরা।
আজ সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক গণমাধ্যমকে একথা বলেন।
তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসান আল মামুন ভাই আমার পাশে আছে। আমি তার পক্ষ থেকে কথা বলছি। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি। তবে এখনই আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু আইনসংগত এবং আইনানুযায়ী গ্রহণযোগ্য আমরা রাতে বসে সিদ্ধান্ত নিব এবং কাল সকাল ১০ টায় রাজু ভাস্কর্যের সামনে সিদ্ধান্ত জানাবো।
Read More News
তিনি বলেন, আন্দোলনকারী ভাই-বোনদের আড়ালে রেখে আমরা কিছু করবো না। রাতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু বাস্তবায়নযোগ্য সে বিষয়ে বিশ্লেষণ করে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
আগামীকাল আন্দোলনকারীদের সবাইকে রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত থাকারও আহবান জানান তিনি।
এরআগে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোন কোটারই দরকার নেই। তবে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেন তিনি। এসময় তিনি আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান।