রাশিয়ার ১১ জেনারেলকে বহিষ্কার

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ১১ জেনারেলকে বহিষ্কার করলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের এই ১১ জন জেনারেলকে বহিষ্কার করা হয়। রুশ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে ঠিক কী কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানায়নি।

কোনো কোনো সূত্র বলেছে, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনায় এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিং মলে আগুন লাগার এক ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়।
Read More News

এর দুই সপ্তাহ আগে রাশিয়ার ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অগ্নিকাণ্ড সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য সাইবেরিয়া সফর করেন। তিনি এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

এই ১১ জেনারেলকে বহিস্কারের বিষয়টি রাশিয়ার সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *