জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ ঘোষণা করেছে তথ্যমন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে ২৬টি ক্যাটাগরিতে ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে।
আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। এবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন অস্তিত্ব ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং শঙ্খচিলে অভিনয়ের জন্য কুসুম শিকদার। অন্যদিকে আয়নাবাজি ছবির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী।
Read More News
সব মিলিয়ে ৭টি ক্যাটারিতে সর্বাধিক পুরস্কার জিতেছে আয়নাবাজি ছবি। আর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অজ্ঞাতনামার। শ্রেষ্ঠ গায়ক ওয়াকিল আহমেদ এবং শ্রেষ্ঠ গায়িকা মেহের আফরোজ শাওন।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা আলী রাজ ও ফজলুর রহমান বাবু এবং শ্রেষ্ঠ অভিনেত্রী তানিয়া আহমেদ।
একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ এর তালিকা:
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র: চঞ্চল চৌধুরী, আয়নাবাজি।
শ্রেষ্ঠ পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী, আয়নাবাজি।
শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র: যৌথভাবে তিশা, ছবি- অস্তিত্ব ও কুসুম শিকদার, ছবি- শঙ্খচিল।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘ্রাণ, প্রযোজক এস এম কামরুল আহসান।
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: জন্মসাথী, প্রযোজক একাত্তর মিডিয়া লি. ও মুক্তিযুদ্ধ জাদুঘর।
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা: যৌথভাবে আলীরাজ, ছবি- পুড়ে যায় মন ও ফজলুর রহমান বাবু, ছবি- মেয়েটি এখন কোথায় যাবে।
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী: তানিয়া আহমেদ, কৃষ্ণপক্ষ।
শ্রেষ্ঠ খল-অভিনেতা: শহীদুজ্জামান সেলিম, অজ্ঞাতনামা।
শ্রেষ্ঠ শিশুশিল্পী: আনুম রহমান খান সাঁঝবাতি, শঙ্খচিল।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা, মেয়েটি এখন কোথায় যাবে।
শ্রেষ্ঠ নৃত্যপরিচালক: হাবিব, নিয়তি।
শ্রেষ্ঠ গায়ক: ওয়াকিল আহমেদ, ছবি- দর্পণ বিসর্জন, গান- অমৃত মেঘের বারি।
শ্রেষ্ঠ গায়িকা: মেহের আফরোজ শাওন, ছবি- কৃষ্ণপক্ষ, গান- যদি মন কাঁদে।
শ্রেষ্ঠ গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার, ছবি- মেয়েটি এখন কোথায় যাবে, গান- বিধিরে ও বিধি।
শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা, গান- বিধিরে ও বিধি।
শ্রেষ্ঠ কাহিনীকার: তৌকীর আহমেদ, অজ্ঞাতনামা।
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: রুবাইয়াত হোসেন, আন্ডার কনস্ট্রাকশন।
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: অনম বিশ্বাস ও গাউসুল আলম, আয়নাবাজি।
শ্রেষ্ঠ শিল্পনির্দেশক: উত্তম গুহ, শঙ্খচিল।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান, আয়নাবাজি।
শ্রেষ্ঠ সম্পাদক: ইকবাল আহসানুল কবির, আয়নাবাজি।
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ, আয়নাবাজি।
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: যৌথভাবে সাত্তার, নিয়তি ও ফারজানা সান, আয়নাবাজি।
শ্রেষ্ঠ মেকাপম্যান: মানিক, আন্ডার কনস্ট্রাকশন।
আয়নাবাজি মুভিটি ডাউনলোড করতে পারবেন । bdmusic99.club এই ওয়েব সাইট এ ।