সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের সদর দপ্তরে সন্ত্রাসী হামলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত ওই কার্যালয়ে ব্যাপক গোলাগুলি হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। দূর থেকে শোনা যায় গুলির শব্দ। স্থানীয় লোকজনের মধ্যে দেখা দেয় আতঙ্ক। সন্দেহভাজন এক নারী হামলাকারী নিহত হয়েছে এতে। আহত হয়েছে তিনজন।
এ ঘটনা ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে। এ খবর দিয়েছে টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণ। সান ব্রুনোর পুলিশের মতে, হামলাকারীকে সনাক্ত করা হয়েছে।
তিনিদক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন অধিবাসী। তার নাম নাসিম আঘদাম। ইউটিউব অফিসের ভিতরে গোলাগুলির পর এর ভিতরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে।
ধারণা করা হচ্ছে নিজের গুলিতে আহত হয়েছে সে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছেনসান ব্রুনোর পুলিশ প্রধান এডওয়ার্ড বারবারনি।
Read More News
ঘটনার আকস্মিকতায় ইউটিউব সদর দপ্তর থেকে ১১০০ কর্মকর্তা কর্মচারীর সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।