শুক্রবার শপথ গ্রহণ করেছেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট ‘উ উইন মিয়ন্ত’। ইউনিয়ন পার্লামেন্টের অধিবেশনে তিনি এ শপথ নেন।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়ন পার্লামেন্টের স্পিকার উ মহন উইন খয়িং থানের উপস্থিতিতে নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট উ মিয়ন্ত সোয়ি ও নির্বাচিত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট উ হেনরি ভান থিয়োও শপথ গ্রহণ করেন।
Read More News