বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের ৩০ মিনিট পরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ড্যাশ ৮-কিউ৪০০ মডেলের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি রয়েছে এমন সন্দেহের পর পাইলট এ সিদ্ধান্ত নেন।
বিমানের মহাপরিচালক (জনসংযোগ) বলেন, ‘বিজি ৪৯৩ ফ্লাইটটি আজ দুপুর ১২টা সৈয়দপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কিন্তু প্রায় ৩০ মিনিট পরে কারিগরি সমস্যার কারণে সেটি ফিরে আসে এবং এখানে নিরাপদে অবতরণ করে।
ওই ফ্লাইটে থাকা ৫৩ জন যাত্রী ও ৪ জন ক্রুর সবাই নিরাপদে আছেন।
Read More News
শাকিল মেরাজ বলেন, ‘পাইলট জরুরি অবতরণের জন্য অনুরোধ জানাননি। এটা শুধুই একটি যান্ত্রিক ত্রুটি এবং পাইলট কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি, তাই তিনি ফেরত এসেছেন।’
বিমানের প্রকৌশলীরা উড়োজাহাজটি পরীক্ষা করেছেন এবং এখন তাঁরা উড়োজাহাজটির একটি পরীক্ষামূলক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন।