কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেশে নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আজ বিকাল ৩ টা ৫০ মিনিটে কাঠমান্ডু থেকে শাহরিনকে দেশে নিয়ে আসা হয়েছে। সঙ্গে তার দুই ভাইও ছিলেন।
শাহরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য হাসপাতালের একটি দল আগে থেকেই বিমান বন্দরে অপেক্ষা করছিলেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিমানবন্দরে গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি রোগীর প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তার জন্য শতভাগ প্রস্তুতি আমাদের রয়েছে।
Read More News
কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন ১০ বাংলাদেশির মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন। তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।
হাসপাতাল থেকে শাহরিনের বিদায়ের সময় সেখানকার চিকিৎসক ও নার্সরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। নেপালের ঐতিহ্য অনুযায়ী তাকে উত্তরীয় পরিয়ে ফুল উপহার দেয়া হয় বলে খবরে বলা হয়েছে।