নেপালে বাংলাদেশের এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ৭৮ আসনের প্লেনটির বেশিরভাগ যাত্রীরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বিএস২১১ নম্বর ফ্লাইটটিতে ৪ ক্রুসহ প্লেনটিতে আরোহী ছিলেন ৭১ জন।
যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমও জানিয়েছে, প্লেনটিতে ৬৭ যাত্রী ছিলেন। যাদের মধ্যে ২৭ জন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ ছিলেন। বিমানে নেপালের নাগরিক ছিলেন ৩৩ জন। দুর্ঘটনাস্থল থেকে ২৫ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।