শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও চেতনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি সিনেমা।
ছবিটি পরিচালনা করছেন আরিফুর জামান আরিফ। সম্প্রতি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও তমা মির্জা। আগামী মাসে ছবিটি শুরু হওয়ার কথা রয়েছে।
আরিফুর জামান আরিফ বলেন, ‘আমরা আগামী মাসে ছবির শুটিং শুরু করার চিন্তা করছি। এরই মধ্যে আমরা ছবির পাত্রপাত্রীদের সঙ্গে চুক্তি করছি। সম্প্রতি নায়ক নিরব ও তমা মির্জার সঙ্গে চুক্তি হয়েছে। উনারা এর আগেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। আশা করি, আমার ছবিতেও উনারা ভালো করবেন।’
Read More News
তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ পরিচালিত এ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা গাজী রাকায়েত। তিনি শরৎচন্দ্রের চরিত্রটি রূপায়ণ করবেন।