জঙ্গিগোষ্ঠী আইএস’র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তি ও সাতটি গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের একটি গোষ্ঠীও। তবে বাংলাদেশি সেই গোষ্ঠীর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
Read More News
ওয়েবসাইটে জানানো হয়েছে, তাদের এই তালিকায় নাইজেরিয়ার মুসাব আল-বার্নাবি এবং সোমালিয়ার মাহাদ মোলায়েমসহ বাংলাদেশ, মিশর, ফিলিপিন্স, সোমালিয়া, নাইজেরিয়া ও তিউনিসিয়ার সাতটি গোষ্ঠী রয়েছে।