হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস (সিঅ্যান্ডএফ) ভবনের পাশের একটি দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি টিম ঘটনাস্থলে কাজ করছে। সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কেউ আটকা পড়েছে বা আহত হয়েছেন এমন খবর তাঁদের কাছে নেই।
Read More News
সিঅ্যান্ডএফ ভবনের পাশে ড্রেনের কাজ করা হচ্ছিল। ওই সময় চারজন শ্রমিক ড্রেনের কাজ করছিলেন। মাটি খোঁড়ার কারণে দেওয়ালটি ধসে পড়লে এক শ্রমিক নিহত হন।