রাষ্ট্রীয় মালিকানাধীন আটটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসঙ্গে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বেলা ১১টায় গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের দায়িত্বে থাকা সিলেকশন কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সবার সম্মতিক্রমে নিয়োগ পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে, পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি। এ সময় নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Read More News
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়ার জন্য ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করে সরকার। কমিটিতে রাষ্ট্র মালিকানাধীন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের সদস্য করা হয়।
গত শুক্রবার সরকারি তিনটি ব্যাংকের এক হাজার ৬৬৩টি পদের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ১৩ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। তবে, পরীক্ষার দিন থেকেই বিভিন্ন অভিযোগে বিক্ষোভ করে আসছিল পরীক্ষার্থীরা।