সোহমের সাথেই এবার ‘হনিমুন’ এ যাচ্ছেন টলি অভিনেত্রী শুভশ্রী। বিদেশ বিভুঁই নয়, তাদের হনিমুন ডেস্টিনেশন দার্জিলিং।
ভাবছেন তো টলিউড ইন্ডাস্ট্রিতে কত কিছুই না ঘটে! হ্যাঁ ঘটে বই কি। এর আগে ‘ধূমকেতু’ ছবিতে শুভশ্রীর সঙ্গে দেবের বিয়ে দিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর এবার বিয়ে না দিয়েই সোহমের সাথে শুভশ্রীকে ‘হানিমুন’ এ পাঠানোর বন্দোবস্ত করছেন পরিচালক পিবি চাকি। সবাই বিয়ের পরে হানিমুনে যায়। সেখানে তাদের কোনো রকম বিয়ে ছাড়াই হানিমুনে পাঠানো হচ্ছে।
Read More News
তবে সোহমের সাথে শুভশ্রী হনিমুনটা রিয়েল লাইফে নয়, হচ্ছে রিল লাইফে। সোহম-শুভশ্রীর ‘হনিমুন’ ছবির শ্যুটিং হয়েছে দার্জিলিংয়ে। সম্পর্তি মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার।