কাজপাগল স্বামী বলিউড বাদশা শাহরুখ খান যদি বিদেশে গিয়েও ছবির প্রচারে ব্যস্ত থাকলেও গৌরী দিব্যি ছেলে-মেয়ে নিয়ে ঘুরে বেড়িয়েছেন সমুদ্র সৈকতে। সেই ছবিই ইনস্টাগ্রামে আপলোড করেছেন তিনি।
ক্যামেরার ফোকাসে গৌরী থাকলেও ছবির আলোচ্য বিষয় হয়ে উঠেছে শাহরুখ-কন্যা সুহানা। কারণ একটাই। সতেরো বছরের কিশোরীর ব্যাকলেস বিকিনি। যা সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এসবে ভ্রুক্ষেপ নেই ছোট্ট আব্রামের। বোনের পাশেই দিব্যি বালি নিয়ে খেলায় মগ্ন তিনি।
Read More News
লাইমলাইট থেকে হামেশাই দূরে থেকেছেন গৌরী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সদা জাগ্রত তিনি। সেই সৌজন্যেই শাহরুখপ্রেমীরা পেয়ে যান তার অন্দরমহলের সমস্ত আপডেট।
Sildenafilgenerictab News Bangla News Paper