গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা তাহসানের নামের আগে যোগ হতে যাচ্ছে ‘চিত্রনায়ক’। সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই শিল্পী ও অভিনেতা। তার অভিনীত ছবির নাম ‘যদি একদিন’।
তিনি বলেন, ছবিতে আমার চরিত্রের নাম ফয়সাল। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলবো না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।
তাহসান আরো বলেন, রাজের নির্দেশনায় একটি নাটকে কাজ করেছি। এবার তার ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে। আগামী ৬ জানুয়ারি থেকে ছবির শুটিং হবে। ইচ্ছে আছে ফেব্রুয়ারির মধ্যে শুটিং শেষ করবো।
Read More News
তাহসান ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করবেন তাসকিন রহমান, সাবেরি আলম প্রমুখ। ছবিটি এককভাবে প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এরই মধ্যে ‘যদি একদিন’ ছবির গানগুলো তৈরি হয়েছে। এই ছবির গান করছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ ও ব্যান্ডদল চিরকুট। নির্মাতা রাজের গল্পে এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন রাজ ও আসাদ জামান।