প্রধান শিক্ষকদের সাথে বেতন বৈষম্য কমানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হলে এবারের পাঠ্যপুস্তক উৎসব বর্জনের হুমকি দিয়েছেন তারা।
কনকনে শীত উপেক্ষা করে কয়েকশ শিক্ষক অনশন অব্যাহত রেখেছেন। তারা বলছেন, প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীত হয়েছেন। কিন্তু সহকারী শিক্ষকরা এখনো ১৪তম গ্রেডেই রয়ে গেছেন।
Read More News
এরই মধ্যে প্রধান শিক্ষকদের মর্যাদা আরেক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার আলোচনা হচ্ছে। এই বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সহকারী শিক্ষকরা।