বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে নার্গিস ফাখরিকে ‘তোরবাজ’ ছবিতে দেখা যাবে। ছবিটিতে আয়েশা নামের একজন এনজিওকর্মীর ভূমিকায় থাকছেন নার্গিস। যুদ্ধে গৃহহারা শিশুদের দেখাশোনা করতে আফগানিস্তানে যান তিনি। সেখানে কাজ করতে করতে তার বিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। আয়েশা চরিত্রের জন্য আফগানিস্তানের স্থানীয় ভাষা পশতুন ও দারি শিখছেন তিনি।
ছবির প্রযোজক রাহুল মিত্র জানান, ছবিতে নার্গিসের ভাষাগত দক্ষতা দেখে দর্শক চমকে যাবে। আগামী সপ্তাহে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এজন্য তিনি উজবেকিস্তানের রাজধানী বিশকেকে উড়াল দেবেন।
Read More News
রাহুল জানান, সেখান থেকে এশিয়ার প্রাচীন সিল্করুট ধরে এগিয়ে যাবে তাদের শুটিং। এমনকি দুর্গম এলাকায় হাড় কাঁপানো শীতের মধ্যেও তাদের শুটিং করতে হবে। তার মতে বলিউডের ইতিহাসে এ ধরনের প্রতিকূল পরিবেশে এর আগে কখনো শুটিং হয়নি।