এশিয়ার সেরা ৫০ জন আবেদনময়ী নারীর তালিকা প্রকাশ করেছে লন্ডনের একটি সাপ্তাহিক পত্রিকা। মঙ্গলবার ব্রিটেনে হওয়া একটি জনমত জরিপের ওপর ভিত্তি করে ওই তালিকা প্রকাশ করে ‘ইস্টার্ন আই’ নামের ওই পত্রিকাটি।
এতে সবার ওপরে আছেন, বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। মূলত তালিকাতে আধিপত্য দেখা গেছে বলিউড তারকাদের। তবে আশ্চর্যজনকভাবে দীপিকা, আলিয়াদের পেছনে ফেলে তালিকায় দুই নম্বরে আছেন নিয়া শর্মা। আর সম্প্রতি বেশ আলোচনায় থাকা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান আছেন পাঁচ নম্বরে।
Read More News
প্রিয়াঙ্কার বিষয়ে ইস্টার্ন আই’র বিনোদন সম্পাদক আসজাদ নাজিরের মত, প্রিয়াঙ্কার মধ্যে সৌন্দর্য, বুদ্ধিমত্ত্বা, সাহসিকতা এবং কোমলতার দারুণ সংমিশ্রণ রয়েছে।

তালিকার সেরা পাঁচ নারী- ১. প্রিয়াঙ্কা চোপড়া ২. নিয়া শর্মা ৩. দীপিকা পাড়ুকন ৪. আলিয়া ভাট ৫. মাহিরা খান।
Sildenafilgenerictab News Bangla News Paper