ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে পাওলি দামের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে পাওলি দামের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও তাঁর অনেক সহশিল্পী উপস্থিত ছিলেন। বিয়েতে পাওলি দাম পরেছেন লাল বেনারসি শাড়ি ও মায়ের ঐতিহ্যবাহী সোনার গয়না। পাওলি দামকে সাজিয়েছেন ডিজাইনার অনিরুদ্ধ চাকলাদা। বিয়ে উপলক্ষে কেনাকাটা করেছেন পাওলি দাম নিজেই।
পাওলি দামের শ্বশুরবাড়ি গুয়াহাটিতে। আগামীকাল বুধবার পরিবারকে নিয়ে গুয়াহাটি যাবেন পাওলি ও অর্জুন। ৮ তারিখে অর্জুন দেবের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান হবে। ১০ তারিখে হবে পাওলি-অর্জুনের বিবাহোত্তর সংবর্ধনা। পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোতে এমন খবরই প্রকাশ হয়েছে।
Read More News
দুই বছর আগে ইতালিতে অর্জুন দেবের সঙ্গে পাওলি দামের পরিচয় হয়। সেখানে এক পার্টিতে তাঁদের প্রথম দেখা ও আলাপ হয়। এরপর শুরু হয় তাঁদের বন্ধুত্ব, প্রেম ও পরিণয়।