আমরা অনেকে নিজের অবস্থান, অর্থ-সম্পদ, পোশাক, সৌন্দর্য, শিক্ষা ইত্যাদি নিয়ে গর্ব করি। কিন্তু ইসলামে গর্ব-অহংকার করা হারাম। কারণ অহংকার পতনের মূল।
গরিবি বা আমিরি, সুন্দর বা অসুন্দর, সফলতা বা ব্যর্থতা সব আল্লাহর পক্ষ থেকে আসে। এতে মানুষের কোনো হাত নেই।
আমরা এটা চিন্তা করি না, যার অর্থ, সম্মান, লোকবল, শারীরিক সৌন্দর্য কিছুই নেই, এতে তার কোনো হাত নেই। আবার এর সব কিছুই যার অঢেল পরিমাণে আছে, এতে সম্পদশালী সুন্দর ওই ব্যক্তিরও কোনো কৃতিত্ব নেই। দিনরাত পরিশ্রম করেও সাফল্য অর্জিত হয় না, যদি আল্লাহ না চান।
Read More News
ইসলামে গর্ব ও অহংকারকে হারাম করা হয়েছে, অহংকারীর পতন অনিবার্য।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, মহানবী (সা.) বলেছেন, যার অন্তরে অনু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন বললো, মানুষ এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক, এমনকি তার জুতা জোড়াও সুন্দর হোক (তাহলে তাও কি অহংকার)? উত্তরে নবী (সা.) বললেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ করা। (সহীহ মুসলিম, অনুচ্ছেদ-৪০)
আবদুল্লাহ (রা.) তার আরেকটি বর্ণনায় বলেছেন, মহানবী (সা.) বলেছেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান রয়েছে। আর এমন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার আছে। (সহীহ মুসলিম, অনুচ্ছেদ-৪০)
তাই আসুন আমরা নিজের ভালো অবস্থা নিয়ে গর্ব না করে আল্লাহর শোকর করি, বলি আলহামদুলিল্লাহ।
Sildenafilgenerictab News Bangla News Paper