এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রবিবার মিরপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই ভারতে কাছে হেরে যায় মাশরাফি বাহিনী। তাই ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের সামনে প্রতিশোধের হাতছানি। ম্যাচে বাংলাদেশ টি-টোয়েন্টির শীর্ষ দলকে হারাতে পারবে কিনা সেটাই বোঝা ম্যাচ শেষে। রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়াইটা যে জমে যাবে তা বলাই বাহুল্য। দেশের মাটিতে এশিয়া কাপ জিতে দেশবাসীকে উপহার দিতে বদ্ধপরিকর টাইগাররা। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপ শুরু করার আগে এই ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে ভারতও। দুই দেশের ক্রিকেটাররাই এগিয়ে রাখছে একে অপরকে। কখনও ধোনি বলছেন ওদের ঘরের মাঠে খেলা। পুরো স্টেডিয়াম ওদের সমর্থন করবে। মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে ওঁরা। অন্যদিকে, মাশরাফি তো সরাসরিই জানিয়ে দিয়েছেন ভারতই ফেভারিট।
Read More News
Sildenafilgenerictab News Bangla News Paper