তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হবে না

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে খালেদা জিয়া যে কর্মকাণ্ড করেছেন তাতে তিনি এই ধারণাটাকেই নষ্ট করে দিয়েছেন। তাই আর কোনোদিন তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হবে না। তাই খালেদা জিয়ার আবদার কোনোদিনই পূরণ হবে না। ওই ধরনের সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নই উঠে না।

আরো বলেন, নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন (ইসি)। তাই নির্বাচনে কারচুপির কোনো ভয় নেই। ওই সময় ডিসি-এসপি-ওসিদের শেখ হাসিনার সরকার বদলি করতে পারবে না, তাদের বদলির ক্ষমতা থাকবে ইসির হাতে।

আজ শনিবার পাবনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
Read More News

মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগ কোনো সময় নির্বাচন বর্জন বা বয়কট করেনি। এরশাদের আমলেও ১৯৮৬ সালে আওয়ামী লীগ নির্বাচন করেছে। তাই বিএনপির ভয়ের কোনো কারণ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *