গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের মধ্যে কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন বয়লার অপারেটর আবদুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক। তাঁরা সবাই বয়লার বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন।
জয়দেবপুর থানার পুলিশ ফাঁড়ির এএসআই আবদুর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
Read More News
নিহতদের কেন মামলার আসামি করা হলো এ ব্যাপারে জানতে চাইলে এএসআই আবদুর রশিদ বলেন, ওপরের নির্দেশে এ মামলা করা হয়েছে।
কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামে পোশাক কারখানায় গত সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার একটি চারতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দুপাশের দেয়াল, দরজা-জানালা ও যন্ত্রপাতি উড়ে যায় এবং দুমড়েমুচড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে ১৩ জন নিহত হন। গতকাল মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।