ছবি পোস্ট করে ফের আলোচনায় উঠে এসছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ছুটি কাটাতে গিয়েছিলেন ইতালিতে। সেখানেই বিচে তাকে দেখা যায় বিকিনিতে।
দুপুর বেলা বিচে বসে আয়েশ করছিলেন রাধিকা। আর তার মাঝেই ক্যামেরা নিয়ে হাজির ফটোগ্রাফাররা। কিন্তু তাতে একটুও বিরক্ত প্রকাশ করেননি তিনি। সুন্দর হাসিমুখে আবেদনময়ী কিছু পোজ দিলেন। আর মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Read More News
”ওয়াহ! লাইফ হো তো অ্যায়শি” সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার সাফল্যের কেরিয়ার, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে বিভিন্ন কারণে তিনি এখন প্রায়ই থাকেন সংবাদ শিরোনামে।