নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার দারুণ এক লাইফ লাইন পেল বাংলাদেশ। আজ ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলেই সেমিফাইনালে উঠে যাবে মাশরাফির দল। কিউইদের হারিয়ে আরেকটি দারুণ খবর পেল টাইগাররা। র্যাংকিংয়ে রেটিং পয়েন্টে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। লঙ্কান টাইগারদের রেটিং পয়েন্ট যেখানে ৯৪, কিউইদের হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৫ পয়েন্ট।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ের ছয় নম্বর সাথে উঠে এসেছিল বাংলাদেশ। ছয়ে থেকেই বিশ্ব সেরাদের এই আসরে অংশগ্রহণ করে মাশরাফির দল। তবে ইংল্যান্ডের কাছে হেরে যাওযায় আবারও সাতে নেমে যায় টাইগাররা। এবার আবার টাইগারদের সামনে ছয়ে ওঠার হাতছানি দেখা দিয়েছে। বাংলাদেশ দল রেটিং পয়েন্টে এগিয়ে থাকলেও র্যাংকিংয়ে এখনও সাতেই রয়েছে। আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা হেরে গেলেই ছয়ে উঠে আসবে মাশরাফিবাহিনী।
Read More News
গত শুক্রবার কার্ডিফে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের করা ২৬৫ রানের জবাবে একটা পর্যায়ে ৩৩ রানে চার উইকেট হারিয়ে বসে। সেখান থেকে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ২২৪ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। বাঁচামরার ম্যাচটা জিতে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখলো লাল-সবুজের দল। সাকিব ১১৪ ও মাহমুদউল্লাহ করেন ১০২ রান।
Sildenafilgenerictab News Bangla News Paper