১৯ ওভার শেষে বাংলাদেশের দরকার ৩ রান। টিভি সেট, রেডিও কিংবা মাঠে বসে যারা মাহমুদুল্লাহ আর মাশরাফির কথোপকথন যারা দেখছিলেন সবাই নিশ্চিত ছিলেন যে, এবার হবে। ৬ মার্চ ভারতের সঙ্গে ফাইনাল খেলবে সাকিব-তামিমরা। ২০ ওভারের প্রথম বলটি আনোয়ার আলী করতেই সেটি মাঠের বাইরে পাঠালেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ চলে গেল দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে।
এ জয়ের ফল ভারত-পাকিস্তানসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এগুলোর মধ্যে পাকিস্তানের একটি গণমাধ্যমের শিরোনাম ছিল, পাকিস্তানের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল টাইগাররা।
Read More News
পাকিস্তানকে বেঁধে ফেলা গেছে ১২৯ রানে। বাংলাদেশ ও ৬ মার্চে এশিয়া কাপ ফাইনালের মধ্যেকার দূরত্বটা ছিল ১৩০ রানের। সৌম্য সরকারের ৪৮ রানে ভর করে সেই ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। তবে সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহর অবদানও কিন্তু কম নয়। ব্যাটিং ও বোলিংয়ের মিলিত প্রয়াসে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। ১৯ ওভারে ১ বলে ৫ উইকেটে ১৩১ রান তোলে মাশরাফিরা।
এ জয়ের পর পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। দ্যা ডন-এর খবরে বাংলাদেশের জয়ের কথা বলা হয়েছে। তবে দেশটির জিও টিভি নিউজের খবরের শিরোনামটি একটু আলাদা। জিও-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে টাইগাররা ৫ উইকেটে জয়ী। ৬ মার্চে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ।
Sildenafilgenerictab News Bangla News Paper