পুরোনো জঞ্জাল পেছনে ফেলে নতুন বছরে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে গণভবনে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ সভাপতি বলেন, আগের বছরের সব জঞ্জাল সরিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশের মানুষ আনন্দলোকে বাস করবে, সুন্দর জীবন পাবে।
Read More News
বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উন্নয়নের লক্ষ্য অর্জন করতে পারবো।