বকেয়া বেতনের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের কাছে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। বুধবার সকালে শুরু হওয়া এ বিক্ষোভে স্থবির হয়ে পড়ে ওই এলাকার জীবনযাত্রা। সড়কের উভয় পাশে শত শত গাড়ি জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সড়ক দিয়ে যাতায়াত করা মানুষগুলো চরম বিপাকে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচলের ব্যবস্থা করে।
রামপুরার মোল্লা টাওয়ারে অবস্থিত একটি গার্মেন্টে শ্রমিক-কর্মচারীদের কয়েক মাসের বেতন বকেয়া রেখেই হঠাৎ বন্ধ হয়ে গেছে। বুধবার শ্রমিকরা কাজে এসে গার্মেন্ট বন্ধ দেখে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রামপুরা ব্রিজের কাছে গিয়ে অবস্থান নেয়।
Read More News
এদিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভের কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত গাড়ি জমে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।