কলম্বোতে শততম টেস্টে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারাল বাংলাদেশ। এই জয়ে হেরাথদের সঙ্গে সিরিজটা ভাগাভাগি করে নিলেন মুশফিকরা।
কলম্বোতে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করে ৩৩৮ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৭ রানে। ১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান। ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
Read More News
জবাবে হেরাথের ঘূর্ণিতে শুরুতেই ফিরে যান সৌম্য সরকার ও ইমরুল কায়েস। হেরাথের বলে এগিয়ে এসে উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। পরের বলেই ইমরুল কায়েসকে স্লিপে গুনারত্নের তালুবন্দি করান লঙ্কান অধিনায়ক। এরপর তামিম ইকবাল ও সাব্বির রহমানের ১০৯ রানের জুটিতে দ্বিতীয় সেশনেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। ১০৯ রানের জুটি গড়ার পর ধৈর্য হারিয়ে বসেন তামিম। দলীয় ১৩১ রানে দিলরুয়ান পেরেরার বল উড়িয়ে মারতে গিয়ে আউট হন বাংলাদেশি ওপেনার। আউট হওয়ার আগে ১২৫ বলে ৮২ রান করেন তিনি। তামিম আউট হওয়ার পর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সাব্বিরও। তিন ওভার পরই ফিরেছেন সাজঘরে। এরপর সাকিব আল হাসান ফিরে গেলে কিছুটা অনিশ্চয়তায় পড়ে যায় বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।