আজ রোববার বগুড়ার সন্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবারও নৌকায় ভোট দিন।
একটি মানুষও গরিব থাকবে না। প্রত্যেক মানুষ গৃহ পাবে। গুচ্ছগ্রাম, আদর্শ গ্রামের মাধ্যমে সবাই বই পাচ্ছে। প্রতিটি ছেলেমেয়ে বিনা পয়সার বই পায়। যদি আপনারা চান এটা অব্যাহত থাকুক। যদি বিনা পয়সার বই আপনারা চান, যদি কমিউনিটি ক্লিনিকের সেবা চান, ৩০ প্রকার ওষুধ বিনা পয়সায় চান, তাহলে আমি বলব, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি নির্বাচিত করে দেবেন। যাতে পুনরায় আমরা সেবা করার সুযোগ পাই।
Read More News
এর আগে তিনি সেখানে দেশের প্রথম সৌরবিদ্যুৎ চালিত খাদ্য গুদামের উদ্বোধন করেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ২৩২ কোটি ৭১ লাখ টাকায় ২৫ হাজার মেট্রিক টন ক্ষমতার এই সাইলোতে সারা বছর খাদ্য মজুদ রাখা যাবে। পরে প্রধানমন্ত্রী সেটি ঘুরে দেখেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।