চীনের বাজার ক্রমে জনপ্রিয় করে তুলছে ইভাংকা ট্রাম্প। ছোট থেকে বড় একাধিক চীনা বানিজ্য সংস্থাই শুধু নিজের দ্রব্যের সঙ্গে জুড়ে নিতে চাইছে ইভাংকা ট্রাম্পের নাম। সুন্দর চোখ, ঝলমলে মুখ, চোখ ধাঁধানো শারীরিক অবয়ব, সঙ্গে বানিজ্য জগতে বাবার মতই বিপুল জনপ্রিয়তা ইভাংকা।
‘ইভাংকা ট্রাম্প’ মানে তার পুরো নাম ব্যবহার করতে চাইছেন। কেউ শুধু ইভাংকা ব্যবহার করছেন। আবার কেউ ইভাংকার চীনা উচ্চারণ ইয়াঙ্কা ব্যবহার করতে চাইছেন। কী নেই আবেদনকারী সংস্থার তালিকায়। ডায়েট পিল, খাবার, থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য, নারীদের নানা রকম জিনিসের জন্য ইভাংকার নাম চাওয়া হয়েছে।
Read More News
এক চীনা শিল্পপতি জানালেন, ২০১৬ সালে যখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচারে আসতে শুরু করেছেন ইভাংকা, তখন থেকেই তার দিকে নজর ছিল চীনের মানুষের। এরপর ক্রমে চীনের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে ইভাংকার। এছাড়াও, ইভাংকার কথা টিভিতে শুনে চীনের বিশাল অংশের নারীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। তাই ব্যবসার ক্ষেত্রে ইভাংকার নাম থাকলে অনেক সুবিধা হতে পারে’।