তানভীর সিদ্দিকীর ছেলে বিমানবন্দরে গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে (৪৫) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইরাদ জানিয়েছেন, তিনি নেদারল্যান্ডসে থাকেন।

কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানিয়েছেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া, বঙ্গবন্ধু ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ইরাদ সিদ্দিকীর কাছ থেকে ফেসবুক পরিচালনা করার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
Read More News

এর আগে ইরাদ আহমেদ সিদ্দিকী গত বছরের ২৫ সেপ্টেম্বর রাত ১০টার পর তাঁর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ওই স্ট্যাটাসে তিনি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *