বাংলাদেশের পিচ নিয়ে হতাশ ধোনি-মালিঙ্গা

এশিয়া কাপে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ দেখে কমবেশি সবাই অবাক হয়েছিলেন। এমন সবুজ পিচ খুব কমই দেখা যায় উপমহাদেশে। বোলাররা, বিশেষত পেসাররা সেই পিচের ফায়দাও তুলছেন খুব দারুণভাবে। তবে এশিয়া কাপের এই পিচ নিয়ে মোটেই সন্তুষ্ট হতে পারছেন না ভারত ও শ্রীলঙ্কার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও লাসিথ মালিঙ্গা।

এশিয়া কাপের পর পরই ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটার প্রস্তুতি ভালোমতো সেরে নেওয়ার জন্য এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু  পেস বোলিং বান্ধব পিচ তৈরি করায় বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোমতো নেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক ধোনি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে ১৬৬ রান করতে আমাদের খুব কষ্ট করতে হয়েছে। রোহিত ও হার্দিক পান্ডে ভালো ব্যাটিং না করলে আমরা ১৪০ রানও হয়তো করতে পারতাম না। এশিয়া কাপের অন্য ম্যাচগুলোতেও খুব বড় সংগ্রহ দেখা যায়নি। আমরা ভেবেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালোমতো প্রস্তুতি নেওয়া যাবে। কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেটা হচ্ছে না।’
Read More News

ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য থাকছে না বলে মনে করছেন শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা, ‘ব্যাট ও বলের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে সেটা হচ্ছে না। টি-টোয়েন্টিতে দর্শকরাও দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখতে স্টেডিয়ামে আসে। কিন্তু এবার দেখা যাচ্ছে শীর্ষ ব্যাটসম্যানরা রান সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ছেন। আর এটা কিছুটা হতাশাজনক।’

এশিয়া কাপের চূড়ান্ত পর্বের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচে জয়ের পর ফাইনাল প্রায় নিশ্চিতই করে ফেলে ভারত। অন্যদিকে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা পেয়েছে একটি জয়। আরব আমিরাতের বিপক্ষে জয়ের পর হেরে গেছে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *