অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন লঙ্কান সমর্থকরা। কিন্তু শেষ চার ওভারে দুর্দান্ত ব্যাটিং করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন আসেলা গুনারত্নে। ৪৬ বলে ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দুই উইকেটের এই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটসম্যানরা। ওপেনার মাইকেল ক্লিঙ্গার করেছিলেন ৪৩ রান। ১৪ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস এসেছিল বেন ডাঙ্কের ব্যাট থেকে। চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন মোইসেস এনরিকে। কিন্তু অস্ট্রেলিয়া শেষপর্যায়ে পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। ১৩ ওভার শেষে মাত্র দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১৩ রান। শেষ সাত ওভারে অস্ট্রেলিয়া হারিয়েছে আটটি উইকেট। স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ৬০ রান। শ্রীলঙ্কার পক্ষে দারুণ বোলিং করে চারটি উইকেট নিয়েছেন নুয়ান কুলাসেকারা।
Read More News
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জমজমাট লড়াই উপহার দিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। সেই ম্যাচেও শেষ ওভারে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। আজকের জয়ের নায়ক গুনারত্নে প্রথম ম্যাচেও খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস।