কিছু অন্ধ ভক্তের কাণ্ড প্রায়ই খবরের শিরোনাম হয়। ভারতে বলিউড তারকাদের জনপ্রিয়তা বরাবরই আকাশচুম্বী। তারা যেখানেই যান জনতার ঢল নামে। তাই তো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার মধ্যে থাকতে হয় তাদের। তারপরেও এমনই এক কাণ্ড ঘটিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা টেন্ডনের এক ভক্ত। এ ভক্তের গায়ে লেখা ছিলো, ‘রাভিনা ইজ মাই গড’।
Read More News
গত সপ্তাহে রাজস্থানের কোটায় একটি ক্রিকেট লিগের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাভিনা। নিজের এ প্রিয় তারকার সাক্ষাত পেতে দু’দিন আগে থেকেই অপেক্ষা করছিলেন তিনি। রাভিনাকে কাছ থেকে দেখে কেঁদে ফেলেন এবং তার পায়ে মাথা ঠেকানো চেষ্টা করেন।
আচমকা এমন ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন রাভিনা। তবে নিজের এ অন্ধ ভক্তকে নিরাস করেননি তিনি। বেশ কিছু সময় কথা বলেছেন তার সঙ্গে। রাভিনার কাছ থেকে একটি লাল গোলাপও উপহার পেয়েছেন তিনি। এরপর মাঠে নেমে ব্যাটিংও করেছেন ৪২ বছর বয়সী এ তারকা।