মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে ইয়েলোস্টোনে অবস্থিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের মাটির নিচে চাপা পড়ে রয়েছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। যা শেষ জেগেছিল ৬৪০ হাজার বছর আগে।
এই আগ্নেয়গিরি নয়, বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এর সংস্রবে থাকা ফুটন্ত কার্বন। লন্ডনের রয়্যাল হলওয়ে-র বিশেষজ্ঞদের মতে, সাত লাখ স্কয়ার মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ফুটন্ত কার্বনের স্তূপ। যা একটি সাগরের তুলনায় কোনো অংশে কম নয়। শুধু তাই নয়, গোটা মেক্সিকো দেশের সমান ওই ফুটন্ত কার্বনের সাগর।
Read More News
বিশেষজ্ঞ দলের প্রধান ড. শ্বাশত হিয়ের মজুমদার জানান, ওই কার্বোনের মাত্র এক শতাংশও বায়ুমণ্ডলে ছাড়া মানে ২.৩ ট্রিলিয়ন তেল পোড়ানোর সমান।
ভূকম্পীয় সেন্সরের সাহায্যে গোটা ৭ লাখ স্কয়ার মাইল এলাকায় পরীক্ষা চালানো হয়েছে। ড. মজুমদার বলেন, পৃথিবীর এত নীচে পরীক্ষা চালানো অসম্ভব। তাই ভূকম্পীয় সেন্সরের ভিত্তিতেই পরীক্ষা চালানো হয়েছে।
ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নীচে অবস্থিত ঘুমন্ত আগ্নেয়গিরিটি দৈনিক ৪৫ হাজার মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড ছাড়ে। যার ফলে যে কোনও দিন পরমাণু বিস্ফোরণের সমান বিস্ফোরণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
 Sildenafilgenerictab News Bangla News Paper
Sildenafilgenerictab News Bangla News Paper