‘হ্যালো’ দিয়ে জয় করলেন অ্যাডেল

বিশ্বসংগীতের গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘হ্যালো’ দিয়ে সবার মন জয় করে নিয়েছেন সুকণ্ঠী গায়িকা অ্যাডেল। এর কারণ এবারের ৫৯তম আসরের পর্দা উঠেছে এই ‘হ্যালো’ গানটি দিয়েই। কালো ও লাল রং মেশানো গাউনে অ্যাডেল যখন সংগীতের মূর্ছনায় সবাইকে মুগ্ধ করছিলেন, তখন কি তিনি জানতেন এবারের সেরা গানের পুরস্কারটি উঠবে তারই হাতে? তাও আবার এই ‘হ্যালো’ গানটির জন্যই?
Read More News

দ্য গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রাতটি প্রকৃত অর্থেই অ্যাডেলের ছিল, কারণ শুধু সেরা পপ সলো গান হিসেবে ‘হ্যালো’ নয়, তাঁর নতুন অ্যালবাম ‘২৫’ অর্জন করেছে সেরা পপ ভোকাল অ্যালবামের কৃতিত্ব। সেরা তিন ক্যাটাগরিতে অ্যাডেল প্রতিযোগিতা করে পেছনে ফেলেছেন আরেক জনপ্রিয় শিল্পী বেয়ন্সেকে।

তবে খালি হাতে ফিরতে হয়নি বেয়ন্সেকে। ২১ বার গ্রামি অ্যাওয়ার্ড পাওয়া বেয়ন্সে তাঁর ‘ফরমেশন’ গানটি দিয়ে ছিনিয়ে নিয়েছেন সেরা মিউজিক ভিডিওর পুরস্কার। এ ছাড়া নয়টি বিভাগে মনোনীত হয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীর জায়গাটি কিন্তু ছিল তারই দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *