পাকিস্তানের জঙ্গি দমন অভিযানে জামাত উল আহরার জঙ্গি বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছে। দেশটির মুলতানের জঙ্গি আস্তানায় এই অভিযান পরিচালনা করেছে। সংগঠনটি গত সোমবার লাহোরের পাঞ্জাব প্রদেশ আইনসভা ভবনের কাছে বিস্ফোরণ ঘটিয়েছিল। তাতে মৃত্যু হয় ১৪ জনের।
Read More News
এই ঘটনার পরেই বুধবার পর পর নাশকতায় রক্তাক্ত হয়েছে পাকিস্তান। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ফলে জঙ্গি দমন অভিযান জোরদার করা হয়েছে। অভিযান চলাকালীন মুলতানে সেনা-জঙ্গি গুলি বিনিময় হয়। বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট।