শপথ নিয়েছেন ৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকাল ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত পর্যায়ক্রমে তারা এ শপথ নেন।
নতুন এই ইসিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এস কে সিনহা। আর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
Read More News
সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্যবিশিষ্ট ইসি গঠন করেন রাষ্ট্রপতি। কমিশনের অপর চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। বুধবার তারা সবাই নেন।