রাজধানীর বিএএফ শাহীন কলেজে আয়োজিত ‘গ্রিন ঢাকা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী এক বছরের মধ্যেই উত্তরের ফুটপাত এমনভাবে গড়া হবে যেন অন্ধজনেও সহজে চলতে পারেন। এক্ষেত্রে নাগরিকদের সহযোগিতা চান মেয়র।
তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দেই বাসযোগ্য শহর গড়ে তোলার। কিন্তু ঢাকা উত্তরে প্রতি বর্গ কিলোমিটারে ১ লাখ ২৮ হাজার লোক বাস করেন। প্রতিনিয়ত এ শহরে মানুষ আসছেন। দখল হচ্ছে ফুটপাত। রাস্তায় বসছে হকার।
আনিসুক হক বলেন, খুব কষ্ট লাগে যখন হকার উচ্ছেদ করি। কিন্তু একটি পরিচ্ছন্ন বাসযোগ শহর গড়তে, রাস্তা বড় করতে কষ্টের কাজটিই করতে হয়।
Read More News
আনিসুক হক বলেন, কেউ ফুটপাতে মটরসাইকেল তুলে দিলে তাকে ধরে পুলিশে দিন। এমনকি অনেক প্রাইভেটকার ফুটপাতে চাকা তুলে দেয়। তাদেরকেও পুলিশে দিন।