আজ তৃতীয় দিনের মতো দুপুরের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা রাজধানীর গুলিস্তান ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেয়।
দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্ব উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় হকাররা দোকানের মালামাল নিয়ে সরে গেলেও তাদের রেখে যাওয়া চৌকি, বাক্স, টিনের ছাউনি ইত্যাদি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
Read More News
নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব জানান, হকাররা কৌশল অবলম্বন করে টুকরিতে মালামাল নিয়ে বসেছে। নির্দেশনা উপেক্ষা করে যেসব হকার গুলিস্তান ও পার্শ্ববর্তী এলাকার ফুটপাতে নির্ধারিত সময়ের আগেই দোকান নিয়ে বসেছিলেন, তাদের উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত হকারমুক্ত রাখা হবে।