গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৭-এর অনুষ্ঠানে গত রোববার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সবাইকে জানান তাঁর চলচ্চিত্র ‘বেওয়াচ’ মুক্তি পাচ্ছে। গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরই ইউটিউবে ছাড়া হয় বেওয়াচ’-এর নতুন ট্রেইলার। ছাড়ার পর এ পর্যন্ত ট্রেইলারটি দেখা হয়েছে সাড়ে ৪১ লাখের বেশিবার।
Read More News
প্রথম ট্রেইলারে প্রিয়াঙ্কাকে কয়েক সেকেন্ডের জন্য একবার দেখা গেলেও এবারের ট্রেইলারে প্রিয়াঙ্কাকে দেখা গেছে বেশ কয়েকবার। তিনি ভিক্টোরিয়া লিডস নামের খল চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। ভিন্ন ভিন্ন পোশাকে, ভিন্ন ভিন্ন সাজে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এই ‘বেওয়াচে’। প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ড্যানি গার্সিয়া, ইভান রেইটম্যান প্রমুখ। এই ছবি মুক্তি পাবে আগামী ২৬ মে।
Sildenafilgenerictab News Bangla News Paper