সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আশুলিয়ায় বন্ধ হওয়া পোশাক কারখানা খুলে দেয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়।
ফ্যাক্টরিগুলো বন্ধ থাকলে আমাদের দেশের শত শত কোটি টাকার ক্ষতি। সমস্যা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে আজ থেকেই সবগুলো প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ৮০ থেকে ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগদান করেছেন।
Read More News
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়া ৫৯টি তৈরি পোশাক কারখানা আজ সোমবার সকাল থেকে খুলে দেয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
এ কারণে শ্রমিক ও মালিকদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে তাদের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়।