ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচেতনতার সঙ্গে ব্যবহারের আহবান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশন ২০১৬ এর অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
Read More News
এসময় অনুষ্ঠানে উপস্থিত কিশোরীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তোমরা সবাই ফেসবুকে, ইন্টারনেটে ঘোরাফেরা কর। এই ফেসবুকে তোমরাই রাজা, যা মন চায় তাই লিখতে পার। কিন্তু তোমার এই লেখায় যেন কেউ কষ্ট না পায়, কারো সম্মান যেন হানি না হয়, কারো অধিকার যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকাল হেনস্থা করতে ভিডিও করে তা ছেড়ে দেওয়ার প্রবণতা কাজ করে অনেকের। এই প্রবণতাগুলো তোমাদের মধ্যে যেন কখনই না আসে।