নারীরা স্বাবলম্বী হলে অধিকার চাইতে হবে না

আজ শুক্রবার  সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপরক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারীদের অধিকার চেয়ে নয় আদায় করে নিতে হয়। আর্থিকভাবে স্বাবলম্বী হলে অধিকার চাইতে হবে না।

তিনি নারী উন্নয়নে অবদান রাখায়  আরমা দত্ত ও বেগম নূরজাহান নামের দুই নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০১৬ তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এরই মধ্যে নারী ক্ষমতায়ন ও উন্নয়নে আমাদের সরকার ব্যাপকভাবে কাজ করেছে। আমরা ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ রিপোর্টে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে এখন ৬৮তম স্থান অধিকার করেছি। নারী রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সপ্তম স্থান অধিকার করেছে।
Read More News

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *