বিদ্যা বালানকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাকে ধরিয়ে দিতে শহরের রাস্তায় রাস্তায় সাঁটানো হয়েছে বিদ্যার ছবিসহ ‘ওয়ান্টেড’ লেখা পোষ্টার। ভয় পাবার কিছু নেই। সত্যি সত্যি এমনটি কিছু হবে না।
সম্প্রতি প্রকাশ হয়েছে বিদ্যা বালানের নতুন ছবি ‘কাহানি ২’র ফার্স্ট লুক। আর তাতেই বিদ্যার দেখা মিলেছে একজন ফেরারী আসামী হিসেবে।
জানা গেছে, কাহানি ছবিটির সফলতার পর পরিচালক সুজোয় ঘোষ নির্মাণ করেছেন ‘কাহানি ২’ ছবিটি। তবে ছবিটিতে বিদ্যার সাথে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে অর্জুন রামপাল। ছবিটিতে বিদ্যা বালানকে দেখা যাবে দূর্গা রানী দাস নামক ফেরারী আসামীর ভূমিকায়।
Read More News
ছবিটির প্রকাশ হওয়ার কথা ছিলো আসছে ২৫ নভেম্বর। তবে একই দিনে শাহরুখ-আলিয়ার ছবি ‘ডিয়ার জিন্দেগী’ মুক্তি পাওয়ার কথা। তাই পেছানো হয়েছে বিদ্যার ছবিটির মুক্তির দিন। আগামী ২ ডিসেম্বর রুপালি পর্দায় আসছে এটি।
Sildenafilgenerictab News Bangla News Paper