সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছাত্রলীগ নেতা বদরুল আলম।
Read More News
আজ বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
সিলেট সদর উপজেলার মোগলগাঁও হাউশা গ্রামে আট বছর আগে খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং মাস্টার হিসেবে ছিলেন বদরুল আলম। সে সময় অষ্টম শ্রেণিপড়ুয়া নার্গিসকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। তবে সব সময়ই নার্গিস তা প্রত্যাখ্যান করে এসেছেন।
বারবার প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নার্গিসকে হত্যার সিদ্ধান্ত নেন বদরুল। পরে সোমবার দুপুরে নগরীর আম্বরখানা এলাকা থেকে ২৬০ টাকা দিয়ে একটি চাপাতি কেনেন তিনি। চাপাতিটি নিয়ে হত্যার উদ্দেশ্যেই নার্গিসকে আক্রমণ করেন বদরুল।
আজ বুধবার সিলেটের শাহপরাণ থানা পুলিশের কাছে দেওয়া ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন খাদিজাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা বদরুল আলম।