আজ বুধবার বেলা দেড়টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। এর ফলে পল্টন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।
Read More News
এর আগে আজ সকাল সাড়ে ১০টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করছে। এতে অচল হয়ে পড়ে ব্যস্ততম পল্টন মোড়। একই সঙ্গে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ তুলে নেওয়ার আগে আন্দোলনরত শিক্ষার্থী জানিয়েছেন, আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংহতি সমাবেশের আয়োজন করা হবে। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া যায়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন।